ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪র্থ ধাপের ইউপি নির্বাচন
চৌদ্দগ্রামের ১০ ইউনিয়নে আ’লীগ বিজয়ী,২টিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে
মজিবুর রহমান বাবলু
Published : Sunday, 26 December, 2021 at 8:19 PM, Update: 26.12.2021 8:22:47 PM
চৌদ্দগ্রামের ১০ ইউনিয়নে আ’লীগ বিজয়ী,২টিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৮টিতে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী বিজয়ীএবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন।এ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মামলা জনিত কারণে ১টির নির্বাচন স্থগিত রয়েছে।বাকি ১২টির মধ্যে শ্রীপুর ও ঘোলপাশা ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।গতকাল অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে কাশিনগর ইউপিতে আ,লীগ প্রার্থী মোশারেফ হোসেন  উজিরপুরে নায়িমুর রহমান মাছুম,কালিকাপুরে মাহাবুব হোসেন মজুমদার,শুভপুরে খলিলুর রহমান মজুমদার, মুন্সীর হাটে মাহফুজ আলম,বাতিসায় ফকরুল আলম ফরহাদ,কনকাপৈতে জাফর ইকবাল, জগন্নাথে জানে আলম বিজয়ী হয়েছেন।রাত ৮টায় এরিপোর্ট লেখা পর্যন্ত গুনবতী এবং চিওড়া ইউনিয়নের একটিকরে কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রের ফলাফলে গুনবতীতে স্বতন্ত্র প্রার্থী মো:মোস্তফা এবং চিওড়ায় চিওড়ায় আবু তাহের এগিয়ে রয়েছেন।
এছাড়া উপজেলার শ্রীপুর ইউনিয়নে আ’লীগপ্রার্থী শাহজালাল মজুমদার এবং ঘোলপাশায় এ কে খোকন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এ উপজেলায় গতকালের নির্বাচনে উল্লেখযোগ্য কোন সহিংসতার খবর জানা যায়নি।ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষনীয়।সকালে উপজেলার পোটকরা কেন্দ্রে অশীতিপর বৃদ্ধ ছালামত উল্লাহ ভোট দিয়ে বের হওয়া কালে সাংবাদিকদের জানান,এত সুন্দরভাবে ভোট দিতে পারবো স্বপ্নেও ভাবিনি।কোন প্রকার ঝামেলা ছাড়া ভোট দিতে পারায় ভোটারদের মধ্যে সন্তোষ্টির চাপ লক্ষ্য করা গেছে।