ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কালির বাজারে নৌকার প্রার্থী নুরুল ইসলামের জয়
জহির শান্ত
Published : Sunday, 26 December, 2021 at 8:03 PM, Update: 27.12.2021 1:15:29 AM
কালির বাজারে নৌকার প্রার্থী নুরুল ইসলামের জয়কুমিল্লা সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সিআইপি। নির্বাচনে তিনি বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ওই ইউনিয়নের হেভিওয়েট প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলীকে।
নির্বাচনে বিজয়ের পথে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৬২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সেকান্দর আলী পেয়েছেন ৫ হাজার ৭৬৩ ভোট। এছাড়াও এই ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ২ হাজার ২৫৬ এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবদুল হক পেয়েছেন ১৪০ ভোট।
রবিবার কুমিল্লা সদর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে চারজন আগেই বিনাভোটে জয়লাভ করেছে। এদিন চেয়ারম্যান পদে ১নং কালির বাজার ও ৪ নং আমড়াতলী ইউনিয়নে ভোট হয়। এ দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের দুই প্রার্থী জয়লাভ করেছেন।
আমড়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। নিবাচনে বিজয়ের পথে আওয়ামী লীগের প্রার্থী কাজী মোজাম্মেল হক পেয়েছেন ১৫ হাজার ৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুবেল আহমেদ পেয়েছেন ২৭০৯ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী কাজী নজরুল ইসলাম (চশমা) পেয়েছে ১৮৫৫ ভোট।