Published : Friday, 10 December, 2021 at 12:00 AM, Update: 10.12.2021 12:34:12 AM

রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র
দাখিল করেছেন ১০১ জন চেয়ারম্যান প্রার্থী। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পঞ্চম
ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১০১জন, সাধারন
মেম্বার পদে ৫৩১ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১২০ জন প্রার্থী তাদের
মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা যায়, উপজেলার ১নং সুহিলপুর ইউনিয়নে
চেয়ারম্যান পদে ১২ জন, ২নং বাতাঘাসি ইউনিয়নে ১২ জন, ৩নং মাধাইয়া ইউনিয়নে
৭জন, ৫নং কেরনখাল ইউনিয়নে ৫জন, ৬নং বাড়েরা ইউনিয়নে ৫জন, ৭নং এতবারপুর
ইউনিয়নে ৫জন, ৮নং বরকইট ইউনিয়নে ১১জন, ৯নং মাইজখার ইউনিয়নে ৮জন, ১০নং
গল্লাই ইউনিয়নে ৮জন, ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে ১১জন, ১২নং বরকরই
ইউনিয়নে ৮ জন ও ১৩নং জোয়াগ ইউনিয়নে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা
দিয়েছেন ৭৮ জন প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আওয়ামীলীগ এর ১২ জন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৮জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ২ জন ও জাকের
পার্টির ১জন প্রার্থী রয়েছেন।
চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার মো.
আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করে জানান, আগামী ১২ ডিসেম্বর উপজেলার ১২টি
ইউনিয়নের সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। উপজেলা চত্ত্বরের
তিনটি ভেন্যুতে যাচাই-বাছাই কার্যক্রম শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা
হবে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়নের
মধ্যে ১২ টি ইউপি তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে মাইজখার ইউনিয়নে
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট হওয়ার কথা রয়েছে।