ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাঙ্গালী জাতীর স্বার্থে বঙ্গবন্ধু পাক বাহিনীর সকল অনিয়ম দুনীতির প্রতিবাদ করতেন........ অ্যাড.আবুল হাসেম খাঁন এমপি
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের এমপি, জেলা আইন জীবি সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন  বলেছেন যে বাঙ্গালী জাতীর স্বার্থে বঙ্গবন্ধু পাক বাহিনীর সকল অনিয়ম দুনীতির  প্রতিবাদ করতেন। বঙ্গবন্ধু কখনো পাক বাহিনীর দুর্নীতি অনিয়মের কাছে হার মানেনি। তিনি ছিলেন বাঙ্গালী জাতীর জন্য আপোষ হীন। তিনি অন্যায়ের নিকট মাথা নথ করেন নি এবং হার মানেনি। তার প্রতিবাদে সকল বাঙ্গালী এক থাকার কারণে আজ দেশ স্বাধীন এবং সোনার বাঙ্গলায় রূপান্তরিত হচ্ছে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে। যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা তিনি ও সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। তিনি আরও বলেন শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ সকল বাধা বিপত্তি পেড়িয়ে উন্নতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সকলে যার যার অবস্থান হতে  সকল ধরনের দুর্নীতি থেকে মুক্ত বা দুর্নীতি বন্ধ করলে দেশ আরও দ্রুত গতিতে উন্নত হবে। বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় এতে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ জামশেদুল আলম ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,  উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।  
আরও উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা সহকারী কমান্ডার ময়নাল হোসেন ফকির, মোছলেম উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ ইসলাম হোসেন নয়ন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি।