ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলা ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ শাহআলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জালাল উদ্দিন,  বরুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক সলিল বিশ্বাস,, এনজিও কর্মী মোঃ সোহেল মীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মান্নান, এস আই বিশ্বজিৎ পাল,  প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন,  ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ ,ব্যবসায়ী আবদুল মমিন সওদাগর দুর্নীতি প্রতিরোধ কমিটি বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজহার সুমন।
আলোচনা র‌্যলী, মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কয়েকজন কে সৎ ও জ্ঞানী ব্যাতিত্বকে সন্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শাকিলা জামান। আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্হানীয় সাংবাদিক, ও শিক্ষক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্টানের ১০ জন শিক্ষার্থী বক্তব্য রাখেন। তাদের থেকে ৩ জন কে পুরুষ্কার দেওয়া হয়।