ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে নারীদের আরো বেশি ভূমিকা রাখতে হবে- এড.আবুল হাসেন খান
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
জাতিকে এগিয়ে নিতে হলে নারীদের ভূমিকা অনেক জরুরি।  নারীদের যথাযথ সম্মান করতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধে নিরবতা ভাঙতে হবে। নারী ও শিশু নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সেজন্য দরকার সামাজিক দায়বদ্ধতা। সামাজিকভাবে নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে। সামাজিকভাবে বয়কট করতে হবে নির্যাতনকারীদের। তাহলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অনেক বেশি।  বৃহস্পতিবার দুপুরে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২১ উপলক্ষে "জয়িতা অন্বেষনে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)  আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন উপজেলায় নারী ও শিশু নির্যাতন সহায়তা সেল গঠন করছে। এখন তারা প্রকৃত বিচার পাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ করছে। যৌতুকের জন্য এখন আর নির্যাতিত হচ্ছে না। বেগম রোকেয়া ছিলেন একজন মহিয়সী নারী। তিনি বর্তমানে নারীদের জন্য উজ্জল নক্ষত্র। এর আগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলায় র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ আরাফাত হোসেন এবং গীতা পাঠ করেন তিথী দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাঈনুদ্দিন হাছান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা মাসুদ আলম হায়দার। বেগম রোকেয়া দিবস উপলক্ষে তার স্মৃতিচারন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা। এবছর উপজেলায় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।