Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM, Update: 07.12.2021 12:18:55 AM

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছেন কুমিল্লা মহানগর যুবদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা ডা. মুরাদের অশালীন বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তারা ডা. মুরাদের বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান।