Published : Monday, 6 December, 2021 at 12:00 AM, Update: 06.12.2021 1:02:47 AM

শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার
দেবিদ্বারে হাইওয়ে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর
শ্রমিক নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার সাইলচর এলাকায় এ
ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারু মিয়া মোল্লা (৫০)। তিনি দেবিদ্বার মোল্লা
বাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় সিএনজি চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছেন বলে
জানা গেছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি
সিএনজি চালিত অটোরিকশা পৌর এলাকার সাইলচরে পৌছলে সামনে হাইওয়ে পুলিশের একটি
টিম দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে ভয়ে পিছনের দিকে মোড় নিতেই সিএনজির পিছন
দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাক্টর ওই সিএনজিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরে
চালকের পাশে থাকা এক শ্রমিক ছিটকে পরে নিচে পড়ে ঘটনাস্থলেই যান। এ ঘটনার পর
স্থানীয়রা জড়ো হয়ে মিরপুর পুলিশের ওই টিমকে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান
একাধিক ব্যক্তি জানান।
নিহতের ছেলে মো. কবির হোসেন জানান, কোম্পানীগঞ্জ
থেকে ফেরার পথে সাইলচর এলাকায় পৌছলে সামনে থাকা একটি সিএনজিকে বাঁচাতে
গিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে আমার বাবা মারা যান।
অপরদিকে, উপজেলার
দক্ষিণ ভিংলাবাড়ীর মোহাম্মদ ফরহাদ নামে এক কিশোর মোটর সাইকেল দুর্ঘটনায়
শনিবার দিবাগত রাত আড়াইটায় ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা যায়। নিহত ফরহাদ পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার মো.
মোস্তফার ছেলে। পরিবারসূত্রে জানা গেছে, গত বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার
দিকে পান্নারপুুল-বাখরাবাদ সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের
সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দেবিদ্বার উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার একটি প্রাইভেট হাসাতালে
নিয়ে যান । সেখানে তিনদিন আইসিইউতে থাকার পর শনিবার দিবাগত রনাত আড়াইটায়
মারা যান।
এদিকে, দেবিদ্বার বেগমাবাদ এলাকায় আন্ত:জেলা ট্রাক্টর ও
ঢাকাগামী একটি তিশা বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দুপুর দুইটার
দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়ার যায়নি। গুরুতর
আহত অবস্থায় ট্রক্টর চালককে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। তবে তাৎক্ষনিক
তার পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, গুরুতর আহত অবস্থায়
ট্রাক্টর চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার দুই পা ছিন্ন হয়ে
গেছে বলে জানান প্রত্যাক্ষদর্র্শীরা। এব্যাপারে মিরপুর হাইওয়ে ফাঁড়ি
পুলিশের ইনচার্জ মো.মাসুদুল আলম জানান, সাইলচর এলাকায় ট্রাক্টর থেকে পরে এক
শ্রমিক নিহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেছেন। পুলিশের ভয়ে ঘটনাটি ঘটছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাকে দেখে কে
ভয়ে পালালো আমরা কি করে বুঝবো। তবে ট্রক্টর উল্টিয়ে একজন শ্রমিক মারা
গেছে।