কুমিল্লার তিন উপজেলার ২৫ ইউনিয়নে আ’লীগের প্রার্থী চূড়ান্ত
Published : Monday, 6 December, 2021 at 8:17 PM
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার চান্দিনা, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার ২৫টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (৫ ডিসেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে রাতে ওই তিন উপজেলার আওয়ামী লীগের প্রার্থীর তালিকা প্রকাশ হয়। পরদিন সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। আগামী ৫ জানুয়ারি চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১২ টি ইউপি তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে মাইজখার ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে।