
রণবীর ঘোষ কিংকর: ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার চান্দিনা, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার ২৫টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রবিবার (৫ ডিসেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে রাত দেড়টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ওই তিন উপজেলার আওয়ামী লীগের প্রার্থীর তালিকা প্রকাশ হয়।
পরদিন সোমবার (৬ ডিসেম্বর) প্রার্থীদের নাম প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এই দিনে ৫ম ধাপে অনুষ্ঠিতব্য সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়নগুলোতে দলের প্রার্থী চুড়ান্ত করে তালিকা প্রকাশ করে দলটি।
চান্দিনার ১২টি ইউনিয়নে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থীরা হলেন- শুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, বাতাঘাসী ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, এতবারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ কে এম মামুনুর রশিদ আবু, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাশেম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বরকরই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, দোল্লাই নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মাস্টার, গল্লাই ইউনিয়নে ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান গনি, জোয়াগ ইউনিয়নে ইঞ্জিনিয়ার মো. আব্দুল আউয়াল খাঁন।
নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীরা হলেন- বাঙ্গড্ডা ইউনিয়নে মো. এয়াকুব আলী মজুমদার, পেড়িয়া ইউনিয়নে হুমায়ূন কবীর মজুমদার, মৌকরা ইউনিয়নে মো. সাইফ উদ্দিন, মক্রবপুর ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হেসাখাল ইউনিয়নে মো. ইকবাল বাহার মজুমদার, ঢালুয়া ইউনিয়নে নাজমূল হাছান বাছির ভূইয়া, বক্সগঞ্জ ইউনিয়নে শিপন ভূইয়া, সাতবাড়িয়া ইউনিয়নে মো. শেখ কবির মজুমদার।
লালমাই উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হলেন- ভূলইন উত্তর ইউনিয়নে মো. এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ মজিবুর রহমান, পেরুল দক্ষিণ ইউনিয়নে খন্দকার সাইফুল্লাহ, বেলঘর উত্তর ইউনিয়নে মো. আব্দুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ লিয়াকত হোসেন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১২ টি ইউপি তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে মাইজখার ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট হওয়ার কথা রয়েছে।