Published : Monday, 6 December, 2021 at 12:00 AM, Update: 06.12.2021 1:02:07 AM

জহির শান্ত:
বঙ্গোপসাগরে
সৃষ্ট ঘূর্ণিঝর জাওয়াদের প্রভাবে কুমিল্লায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
হয়েছে। আবহাওয়ার এ অবস্থা আরো দুয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। আগামী ৮ ডিসেম্বর থেকে কুমিল্লায় আবহাওয়ার উন্নতি হতে পারে। এ
সময়টাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কিছুটা শীতানুভূতি হলেও তার কেটে গিয়ে
ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানা গেছে। সেই সাথে কুমিল্লায় হালকা থেকে
মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বয়ে যেতে পারে দমকা অথবা ঝরো
হাওয়া।
কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ ইসমাইল ভূঁইয়া জানান,
ঘূর্ণিঝর জাওয়াদ কিছুটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিবর্তিত হয়ে সোমবার
বিকাল নাগাদ সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে। জাওয়াদ পরবর্তী প্রভাবে
কুমিল্লায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এ অবস্থা আরো দুয়েকদিন থাকতে
পারে।
রোববার কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৭ ডিগ্রি
সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাতা ছিলো ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এ
তাপমাত্রায় সাধারণ ঠান্ডা লাগে না। তবে আকাশ মেঘাচ্ছন্নতার কারণে কিছুটা
শীত অনুভূত হচ্ছে।