ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার পর নৌকার প্রথম বিজয়
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM, Update: 07.12.2021 12:18:51 AM
স্বাধীনতার পর নৌকার প্রথম বিজয় গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ দুলাল আহমেদ। স্বাধীনতার পর ওই ইউনিয়নে এটিই নৌকা প্রতীকের প্রার্থীর প্রথম বিজয় বলে জানা গেছে। বহুল আলোচিত নৌকা প্রতীক প্রাপ্ত মোঃ দুলাল আহমেদ দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় এনে আলোড়ন সৃষ্টি করেন।
জয়ের ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। উন্নয়নের প্রতীক হিসেবে জনগণ নৌকার বিজয় সুনিশ্চিত করেছে। দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নৌকার বিজয়ে প্রচার প্রচারণায় যথেষ্ট ভুমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে জনগণ অনেক সচেতন হয়েই স্বাধীনতার ৫০ বছর পূর্রতীতে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। অতীতে তেমন উন্নয়ন না হওয়ায় মোহাম্মদপুর ইউনিয়ন উন্নয়নে অনেক পিছিয়ে আছে। তাই এই নির্বাচনে মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ নৌকায় ভোট দিয়ে বিএনপি, জামাতের প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন। আমি আমার ইউনিয়নের জনগণের প্রতি চিরকৃতজ্ঞ। এই জয় জননেত্রী শেখ হাসিনার জয়, এই জয় শেখ হাসিনার উন্নয়নের জয়, এই জয় মোহাম্মদপুর ইউনিয়নবাসির জয়। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস প্ররিশ্রম করে যাব। আমি বিগত দিনে যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছি আমার জীবনের অন্তিমকাল পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ।