মেয়র আব্বাস ৩ দিনের রিমান্ডে
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রাজশাহীর মহানগর বিচারিক হাকিম আদালত ২-এর বিচারক শংকর কুমার সোমবার দুপুরে এই আদেশ দেন বলে আসামির আইনজীবী রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী জানান।
গত মঙ্গলবার রাজশাহীর শহরের রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয় মেয়রের বিরুদ্ধে। তার পরদিন ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার বোয়ালিয়া থানার পুলিশ মেয়রকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে।
আইনজীবী আসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শাহাবুল ইসলাম ১০ দিনের রিমান্ডে চান মেয়রকে। পুলিশের আবেদন শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে কাটাখালী পৌরসভার টানা দুইবারের মেয়র আব্বাস আলী দলের পৌর কমিটিরও আহ্বায়ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি অডিওতে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কথা বলতে শোনা গেছে মেয়রকে।
ওই অডিওতে আব্বাস আলী রাজশাহী সিটি গেইটে বঙ্গবন্ধুর ম্যুরাল বসানোর ‘বিরোধিতা করে’ কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে আব্বাস আলী দাবি করেছেন, ওই অডিও ‘এডিট করা’।
আব্বাস আলীকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে বুধবার রাজশাহী নগরী এবং কাটাখালী পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা।
তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
শনিবার মেয়রের দুটি নির্মাণাধীন দুটি ভবন ভেঙে দেয় প্রশাসন। ভবন দুটি খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ।