Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM, Update: 07.12.2021 12:18:43 AM

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এটুআই প্রোগ্রাম’ এর উদ্যোগে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ বর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন ২০২১’ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে জেলাপ্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সহকারী কমিশনার (আইসিটি) নাসরিন সুলতানা নিপা। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
কুমিল্লা জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের উপস্থিতিতে আলোচনা সভায় অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল প্রান্তিক জনপদে পৌঁছে দিতে সরকারের এই উদ্যোগ। ডিজিটাল উদ্যোক্তাদের প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এসব উদ্যোক্তাগণ যত বেশি কর্মঠ এবং দক্ষ হবেন সাধারণ মানুষ তত বেশি সুবিধাভোগী হবেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: রুবেল মোল্লা এবং মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফাতেমা বেগম বক্তব্য প্রদান করেন। তারপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন ই-সেবা সংক্রান্ত ভিডিও ডকুমেন্টরি পরিবেশিত হয়।