ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরিবেশ দূষণ: সাত প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM
পরিবেশ দূষণের দায়ে ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনার ৭টি প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৩ হাজার ৬৭২ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (৬ ডিসেম্বর) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা করে। অধিদফতরের উপপরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা) সৈয়দ আহম্মদ কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ দিন পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় পাবনার আয়েশা আবেদ ফাউন্ডেশনকে প্রায় ১ লাখ টাকারও বেশি এবং পাবনা সদরের রামানন্দপুরের এহসান সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীর দেশবন্ধু সিমেন্ট মিলস লিমিটেডকে ১৩ লাখ ২৪ হাজার, সাভারের রাজাসন দক্ষিণ কৃষ্ণপুরের গ্লোবাল আউটারওয়্যার লিমিডেটকে ১৪ লাখ ২৫ হাজার, মিরপুর ১০-এর মেডিকন ফার্মাসিউটিক্যালসকে ৪৩৫২ টাকা, বগুড়া পৌরসভার গোবরধনপুরের মেসার্স হাসান এন্টারপ্রাইজকে ২০ হাজার এবং বগুড়া সদরের শেরপুর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।