| শিরোনাম: |
বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে কুমিল্লায় আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আঞ্চলিক মহাসমাবেশ। মহান স্বাধীনতা সুর্বণজয়ন্তী উপলক্ষে ‘পথে পথে বিজয়’ শিরোনামের আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ আঞ্চলিক মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বিস্তারিত কর্মসূচি পাঠ করে শুনানোর পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।