Published : Monday, 6 December, 2021 at 12:00 AM, Update: 06.12.2021 1:01:34 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতির পিতার কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে মাথা
উঁচু করে দাঁড়িয়েছে। অর্থনীতিতে বাংলাদেশ আজ স্বাবলম্বী। কৃষি, শিক্ষা ও
সামাজিক নিরাপত্তাসহ সব সূচকে এশিয়াতে এগিয়ে আছে।
গতকাল রবিবার দুপুরে
কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
তিনি বলেন,
এদেশের কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী শেখ
হাসিনা। আগামী প্রজন্মের জন্য তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন।গরীব
মানুষের ভাগ্যে উন্নয়নে তিনি ১৭ রকমের প্রনোদনা ভাতা চালু করেছেন। কৃষক -
শ্রমিকের সন্তান আজ কৃষক- শ্রমিক না হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিষ্ট্রেট
হচ্ছেন। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা আজ আমাদের জাতির নেতাই
নন, বিশ^ নেতা।
গতকাল রবিবার দুপুর ১২ বেলুন ও শান্তির প্রতীক পায়রা
উড়িয়ে মহানগর যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক
সম্পাদক জাকিয়া সৃজনী শিউলির সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগ অফিসের বঙ্গমাতা
বেগম ফজিলাতুন্নেছা মুজিব সভাকক্ষে মহানগর মহিলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান
বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, বিশেষ
অতিথি ছিলেন কেন্দ্রিয় নেত্রী সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, মহানগর
আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফাহমিদা জেবিন,মহানগর যুব লীগের আহবায়ক
আবদুল্লাহ আল মাহমুদ সহিদ , বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক নাদিরা
পারভিন লাকি, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম, ঢাকা মহানগর উত্তর
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহের
নাজ নাহিদ, আইন বিসয়ক সম্পাদক এড. সোহানা জেসমিন সহ বাংলাদেশ যুব মহিলা
লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এসময় আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো.
আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা
সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের
দ্বিতীয় অধিবেশনে নারী নেত্রী এডভোকেট তাহমিনা আক্তার কে সভাপতি ও সিটি
কর্পোরেশনে মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজাকে সাধারন সম্পাদক করে ৮১
সদস্য বিশিষ্ট মহানগর যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের
কেন্দ্রিয় নেত্রীবৃন্দ। উপস্থিত সবাই বিপুল করতালির মাধ্যেমে নতুন
নেতৃত্বকে স্বাগত জানান।