চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ
শাওন(১৮) শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শাওন উপজেলার কনকাপৈত
ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের হাফেজ ইউসুফ মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন
নিহতের পাশের বাড়ির বাসিন্দা শামীম আল মামুন।
স্থানীয় সূত্রে জানা
গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের ফরাজী
বাড়ির সামনে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন জঙ্গলপুর গ্রামের মোঃ
শাওনসহ দুইজন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার
একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আঞ্চলিক সড়কে নিজেদের
দ্রুতগতির মোটর সাইকেল দুর্ঘটনা সম্পর্কে কেউ অবগত করেনি’।
