কুমিল্লার
চৌদ্দগ্রামে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক
সড়কের ফেলনা কাজী বাড়ীর ইউটার্নে একটি ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত
অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এতে নিহত এক
দম্পতি তাদের ছেলে তৈয়বের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়কেই প্রাণ
হারাতে হলো তাদের।
নিহতরা হলেন-নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের
মহেশ্বর গ্রামের আবুল বাশার, তার স্ত্রী ফাতেমা বেগম মোরশেদা, এবং
চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার কালা মিয়ার ছেলে মমতাজ মিয়া।
আহত হয়েছেন-
আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচী গ্রামের
জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহমান (২৭), আগুনশাইন গ্রামের আবুল কাশেমের
ছেলে রাজমিস্ত্রী কবির হোসেন (৪০), শ্যামপুর গ্রামের আলী হোসেনের ছেলে
অটোচালক মাহবুবুল হক, এবং মাহিনী গ্রামের আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম
(৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল বাশার ও তার স্ত্রী তাদের
ছেলে তৈয়বের জন্য ফেলনা গ্রামে পাত্রী দেখতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে
বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ
ও ফায়ার সার্ভিসের খবর অনুযায়ী, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক
চিকিৎসা প্রদান করেন। গুরুতর আহতদের মধ্যে আব্দুর রহমান, আনোয়ারা বেগম ও
কবির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
