শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
লাকসামে কৃষককে কুপিয়ে জেলহাজতে প্রবাসী
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১:৩৯ এএম |



 লাকসামে কৃষককে কুপিয়ে জেলহাজতে প্রবাসী মোঃ হুমায়ুন কবির মানিক ।। 
কুমিল্লার লাকসামে এক কৃষককে কুপিয়ে আহত করার ঘটনায় রফিকুল ইসলাম নামে এক প্রবাসীকে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে তাকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
জমি নিয়ে বিরোধের জের ধরে ঐ কৃষক ও তার পুত্রবধূকে কুপিয়ে আহত করে রফিক ও তার পরিবারের সদস্যরা। উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ষোলাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ছেলে মোঃ ফারুক লাকসাম থানায় মামলা দায়ের করেন। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, একটি জমি নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলাম (৪৫) ও কৃষক রফিক মিয়া (৬৫) উভয়ে আদালতে মামলা করেন। এর প্রেক্ষিতে প্রায়ই রফিকুল ইসলাম, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা কৃষক রফিক মিয়ার পরিবারের সদস্যদের গালাগালসহ প্রাণনাশের হুমকি দিত। গত বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কৃষক রফিক মিয়া। তাকে একা পেয়ে রফিকুল ইসলাম, তার স্ত্রী মিনারা আক্তার ও ৩ মেয়ে পপি আক্তার, ফারজানা আক্তার, ফারিয়া অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিক মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার শোর চিৎকারে পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। এ সময় কৃষকের স্ত্রী জাহানারা বেগমকে (৫০) পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টা করে। কৃষককে রক্ষায় তার অশিতিপর মা রজ্জবের নেছা (৮৫) এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের পরনে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। 
অস্ত্রোপচার শেষে কৃষক রফিক মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত গৃহবধূ সুমাইয়া আক্তার, জাহানারা বেগম ও রফিক মিয়ার অশিতিপর বৃদ্ধা মা রজ্জবের নেছা লাকসাম সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে তার স্ত্রী (অপর অভিযুক্ত) মিনারা আক্তার কল রিসিভ করে বলেন, আমাদেরকেও তারা মেরেছে। 
এলাকাবাসী আরো জানায়, প্রবাসী রফিকুল ইসলাম ও তার মেয়ের জামাই যুবলীগ নেতা মুন্না বিগত আ'লীগের আমলে এলাকায় বহু লোককে মারধর ও বাড়িঘর ভাংচুর করেছে।
এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, কৃষক রফিক মিয়ার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে। 

















সর্বশেষ সংবাদ
‘মেধাবীরা মানবিকে পড়তে চায় না’!
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
বিয়ের ৩৬ দিনে মাথায় প্রবাসীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২