অবৈধ
অভিবাসনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দিল্লি পুলিশ বৈধ কাগজপত্র
ছাড়াই ভারতে বসবাসের জন্য আউটার নর্থ দিল্লি থেকে ১২১ জন ‘অবৈধ বাংলাদেশী’
নাগরিককে গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের বাংলাদেশে ফেরত
পাঠানো হবে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে।
ডিসিপি আউটার নর্থ নিধিন ভালসান বলেন, ‘দিল্লিজুড়ে অবৈধ
বিদেশী নাগরিকদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলছে। যাদের আটক করা হয়েছে,
তারা ৮৩১ জন সন্দেহভাজন অবৈধ বাসিন্দার তালিকায় ছিলেন। নথিপত্র যাচাইয়ের পর
তাদের বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফআরআরও) হস্তান্তর করা হয়েছে এবং
তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদেশ জারি করা হয়েছে।’
নিধিন ভালসান
আরও জানান, যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই বস্তি এলাকায় বাস
করতেন। তারা অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা
হচ্ছে। তদন্ত কর্মকর্তারা এরই মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
গ্রেপ্তারদের
বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা
হয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা মনে করছেন, অনুপ্রবেশকারীদের সহায়তায়
একটি সুসংগঠিত চক্র কাজ করেছে। তাদের মূলহোতাদের খুঁজে বের করতে অনুসন্ধান
চালাচ্ছে পুলিশ।
অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় ও অন্যান্য সহায়তা দেওয়ার
অভিযোগে দিল্লি পুলিশ পাঁচ ভারতীয় নাগরিকেও শনাক্ত করেছে। নিধিন ভালসান
বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কল রেকর্ড এবং অন্যান্য
কর্মকাণ্ডের তদন্ত চলছে।’