প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১:০১ এএম |
স্টাফ
রিপোর্টার।। কুমিল্লার ঐতিহ্যবাহী-অভিজাত ক্লাব কুমিল্লা ক্লাবের
পুনসংস্কার করা সুইমিংপুল, জিম ও বারান্দা উদ্বোধন করা হয়েছে। গতকাল
শুক্রবার রাতে কুমিল্লা ক্লাবের কার্যানির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ ও
ক্লাবের সিনিয়র সদস্য ও সদস্যদের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে সুইমিংপুল,
জিম ও বারান্দা উদ্বোধন করা হয়। গত ৫ আগস্ট গণআন্দোলনের সময় আক্রান্ত
ক্লাবের সুইমিংপুল, জিম ও বারান্দার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এগুলো
পুনরায় সংস্কারের ফলে ক্লাবটি প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।ক্লাব সদস্যেদর
জিম করা ও সুইমিং করার সুবিধা ফিরে এসেছে।
শুক্রবার রাতে ফিতা কেটে
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাবের নির্বাচিত সিনিয়র সহ সভাপতি
আলহাজ্ব অধ্যাপক ফারুক আহমেদ, সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ
সম্পাদক আহমেদ সোয়েব সোহেল, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক
মোহাম্মদ জহিরুল হক সেন্টু, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক শাহিন, নির্বাহী
সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ ভূইয়া, রেজাউনুর
রহমান রেজা।
কুমিল্লা
ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ সোয়েব সোহেল ফিতা কেটে উদ্বোধনের সময়
কুমিল্লা ক্লাবের সিনিয়র সদস্য সুখেন সাহা, এডভোকেট গোলাম ফারুক, অধ্যাপক
আবদুস সাত্তার, সদস্য সুলতান শাহরিয়ার, তপন সেন গুপ্ত, সাকুর দাস সাহা,
মাহাবুব আলম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
জিম উদ্বোধেনর সময় কেক কাটেন
ক্লাব সাধারণ সম্পাদকের সহধর্মিনী সেলিনা আক্তার পারুল, ক্রীড়া সম্পাদক
মোহাম্মদ জহিরুল হক সেন্টুর সহধর্মিনী সিমিন হক।
এছাড়া বারান্দা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গোল্ডেন স্পুনের স্বত্তাধিকারী রবিউল হক শামিম।