শনিবার ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২
দাউদকান্দিতে
অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে রায়পুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভ
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:০০ এএম |




অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে  রায়পুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভঅযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে দাউদকান্দির রায়পুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভ। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই শতক জায়গা ক্রয় করে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষে ২০২১ সালের ১৪ ডিসেম্বর মঙ্গলবার এই স্মৃতিস্তম্ভ উদ্ধোধন করা হয়েছিল। এরআগে ২০১৮ সালের ৭ জুলাই একটি পিলার বসানোর মাধ্যমে বধ্যভূমিটি সংরক্ষিত করে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
২০২১ সালে উদ্বোধনের কয়েক মাস পরই স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করা হলেও দীর্ঘ চার বছরে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
সরজমিনে দেখা যায়, বধ্যভূমি স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ইট ও গেইট খুলে নেওয়া হয়েছে। সামনের রাস্তারও বেহাল দশা। লেখা হয়নি ৯ শহীদের নাম। এমনকি নামফলকও নেই।
দাউদকান্দির মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধকালীন উপজেলার রায়পুর কাঠের পুল ছিল এখানে। ১৯৭১ সালের ২৩ মে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। রায়পুর গণহত্যায় শহীদরা হলেন- ডা. পাণ্ডব দেবনাথ, শীতল চন্দ্র সরকার, পাণ্ডব সাহা, বিদিশীনী সাহা, ফেলান সরকার, শরৎ চন্দ্র সরকার, সুধির বণিক, কামিনী সুন্দরী দেবনাথ এবং উমেশ সরকার (হারাই মিস্ত্রি)।
এই বধ্যভূমিতে ৯ শহীদের স্বজন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রায়পুর গণহত্যার গবেষক বাশার খান এবং মুক্তিযুদ্ধপ্রেমীরা দীর্ঘদিন ধরে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে স্বাধীনতার ৫০ বছর পর দাউদকান্দি উপজেলা পরিষদের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়।
জানা যায়, ২০১৪ সালে একদল মাঠ গবেষককে সঙ্গে নিয়ে ইতিহাস গবেষক বাশার খান রায়পুর গণহত্যার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। এতে সহকারী গবেষক হিসেবে কাজ করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক সৌরভ আহমেদ, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন ও ছাত্রনেতা আনিসুর রহমান অনিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এরপর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০১৬ সালে "কুমিল্লা ১৯৭১- রায়পুর গণহত্যা" শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়।
অযত্ন-অবহেলায় রায়পুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভ নষ্ট হয়ে যাওয়া বিষয়ে জানতে চাওয়া হলে, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন, শীঘ্রই সমস্যা সমাধান করা হবে।



 














সর্বশেষ সংবাদ
পলাতক বাহার কন্যা সোনালী শারজায়, যাচ্ছেন সূচিও
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, একদিনও এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা
অর্ধ কোটি টাকা মূল্যের মাদক ও অবৈধমালামাল জব্দ
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে: জামায়াত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার সাবেক এমপি বাহারের মেঝ মেয়ে সোনালী শারজায়, যাচ্ছেন সূচিও
দুর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণপাড়া যুবলীগ নেতার মৃত্যু
বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই
কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ডিসি,এসপি, ভিসিসহ ২৬ জন
বাইউস্টে আন্তঃবিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২