মঙ্গলবার ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে, ধ্বংস হলো আওয়ামী লীগ- হাজী ইয়াছিন
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৪২ এএম |




  বিএনপিকে ধ্বংস করতে গিয়ে, ধ্বংস  হলো আওয়ামী লীগ- হাজী ইয়াছিনমাসুদ পারভেজ।। 
আওয়ামী লীগ গত ১৭ বছর বহু চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য। কিন্তু উল্টো তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়নি বিএনপি। কারণ বিএনপির গণমানুষের দল, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি স্বাধীনতা ঘোষণার দল। আমরা আপনাদের পাশে আছি, থাকবো, বাকী জীবনটাও আপনাদের পাশে থাকবো। সোমবার রাতে কুমিল্লা শহরের শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় কুমিল্লার সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধকের বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন এসব কথা বলেন।  
আগামীর রাষ্ট্রনায়ক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যে ৩১ দফা ঘোষণা করেছেন সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে হাজী ইয়াছিন বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
বিএনপির এ দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া। প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। 
কুমিল্লা সদর উপজেলার ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মো. মাহবুবুর আলম চৌধুরী, কুমিল্লা সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম,  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হক ভূইয়া স্বপন।  












সর্বশেষ সংবাদ
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে, ধ্বংস হলো আওয়ামী লীগ- হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ খাবার রাখুন পাতে
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২