কুমিল্লার
লালমাইয়ে দুর্নীতির প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায়
শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রথমে র্যালী, পরে রচনা, বিতর্ক
প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দিনব্যাপী
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার
হিমাদ্রী খীসার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক সুমন রায় চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মাদুল্লাহ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা
আইসিটি কর্মকর্তা আবদুল্লা আল মামুন।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে
প্রাতিষ্ঠানিক নজরদারি থেকে ব্যাক্তির সচেতনতাই বেশি কার্যকর শীর্ষক
উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়। প্রতিযোগীতায় উক্ত বিষয়ের বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন
হয় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় দল এবং পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে
রানার্স আপ হয় হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ দল।
বিতর্ক ও
বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে দুর্নীতি প্রধান অন্তরায় শীর্ষক রচনা
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এর আগে সোমবার সকালে
সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক
মহাসড়ক হয়ে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
মতবিনিময় সভায়
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী বলেন,
‘দুর্নীতি পরিহার করা আমাদের ঘর থেকে আগে শুরু করতে হবে। বাবা-মায়ের সাথে
মিথ্যা বলাও কিন্তু দুর্নীতির একটা অংশ। তাই আগে নিজে দুর্নীতিমুক্ত হই।
শিক্ষার্থীদের ছোট থেকেই সত্য কথা বলার মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত থাকতে
হবে।’
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, ‘অন্যায় যে
করে আর অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী। সুতরাং সরকারি সেবা নিতে ঘুষ দেওয়া
যাবে না। সকলকে সকলের জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আমরা সকলেই কোনো না কোনো পরিবারের অংশ। আমরা পরিবার থেকে ভালো কিছু শিখব।
বর্তমান বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। এখন যেন কাউকে বলতে না হয় আমি
বৈষম্যের শিকার। সেদিকে শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে।’