মাসুদ পারভেজ।।
কুমিল্লায়
বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার
দায়ে মোঃ রাব্বি হোসেন এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডরায় দিয়েছেন আদালত।
বুধবার ৩০ এপ্রিল দুপুরেকুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক
ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লার সদর দক্ষিণ
উপজেলাধীন কৃষ্ণপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ রাব্বি হোসেন (২২)
পলাতক রয়েছে।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট বিল্লাল হোসেন ভূঁইয়া।
মামলার
বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১০ মে বিভিন্ন যানবাহনের মালিক/চালকের কাছ
থেকে প্রাপ্ত বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আসামি
রাব্বি হোসেন (২২) এর হাতে থাকা ছুরি দিয়ে মারুফ হোসেনকে (১৯)
এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। অতিরিক্ত রক্তাক্তক্ষরণে
মাটিতে লুটিয়ে পড়ে মারুফ। পরে চিৎকার শুনে পাশের ফিলিং স্টেশনের স্টাফরা
তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত মারুফের মা কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলাধীন ঘোষগাঁও কাজী বাড়ীর মৃত মোঃ হাফিজুর রহমানের স্ত্রী
মিনুয়ারা বেগম (৫০) বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। পরেওই বছরের ১৩ মে আসামি মোঃ রাব্বি হোসেনকে তথ্য প্রযুক্তি ব্যবহার
করে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে আসামি রাব্বি ফৌজদারি কার্যবিধির
১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে
২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বুধবার আদাল
আসামী রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ২৫ হাজার টাকা অর্থদণ্ডসহ
অনাদায়ে আরো ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রদান করেন আদালত।