কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ভোমরকান্দি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যানের স্মরণে মরহুম রফিকুল ইসলাম স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টটি ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। এতে ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি ৫-০ গোলে অলিতলা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ভোমরকান্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় এলডিপি’র উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফফার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মাহফুজুর রহমান প্রমুখ।