শৈশবের দূরন্তপনা
|
ছবি- রণবীর ঘোষ কিংকর। প্রযুক্তি নির্ভর যুগে খেলাধুলা বা বিনোদন বিমুখ শিশুর-কিশোররা। স্মার্ট ফোন হাতে নিয়ে ইন্টারনেটের দুনিয়ায় ব্যস্ত থাকা শিশু কিশোররা অনেকটা ঘর মুখো। কিন্তু খেলাধুলার উপযুক্ত পরিবেশ পেলেও যে তাদেরকে ফোনে বেঁধে রাখা যায় না তারই উজ্জ্বল প্রমাণ মিলেছে কুমিল্লার চান্দিনা উপজেলার মুরাদপুর ব্রীজে। কুটুম্বপুর ও মুরাদপুর গ্রাম ভাগ করা বিশাল খালর উপর স্টীলের উঁচু ব্রীজ থেকে দলবেঁধে শিশু কিশোরা স্বচ্ছ পানিতে ঝাপিয়ে পড়ে তাদের শৈশবের উন্মাদনা জানান দিচ্ছে। বুধবার (১৭ জুলাই) স্কুল ছুটি থাকায় তাদের সাথে যোগ হয়েছে অন্তত অর্ধ শত শিশু-কিশোর। তাদের এই দূরত্বপনা দেখে পথচারীরাও তাদের কৈশরের কথা মনে করে নানা উক্তি করতে দেখা গেছে। |