প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:৫৬ পিএম |
ছবি: দ্যা এক্সপ্রেস ট্রিবিউনপাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ সংঘাতে ১১ জন নিহত হয়েছে। ওই প্রদেশের রহিম ইয়ার খানের কাচা এলাকায় এ সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
ডন জানিয়েছে, বুধবার ভোরে মাচকা পুলিশ সীমানায় একটি আখ ক্ষেতে অপরাধীরা হামলা চালালে খামার শ্রমিক, গুন্ডা ও পুলিশসহ ১০ জন নিহত হন।
দ্যা এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, রহিম ইয়ার খানের কাছে মাছকা নদী এলাকায় সক্রিয় ভারী অস্ত্রধারী অপরাধীরা দুই পুলিশ কর্মী এবং আরও পাঁচজনকে হত্যা করেছে।
পুলিশ জানায়, তাদের পাল্টা গুলিতে তিন দস্যু নিহত হয়। বুধবার গভীর রাত পর্যন্ত সশস্ত্র সংঘর্ষ চলছিল।
আইনের শাসনকে চ্যালেঞ্জ করে এমন অপরাধীদের বিরুদ্ধে প্রত্যন্ত অঞ্চলে বড় আকারের পুলিশ অভিযান সত্ত্বেও এ নির্লজ্জ হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সাঁজোয়া যানের বিরুদ্ধে অপরাধীরা রকেট লঞ্চার ব্যবহার করেছে বলে গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে।
গুলি বিনিময়ের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এরপর পুরো জেলার পুলিশকে একত্রিত করা হয়েছে এবং হামলায় জড়িত সশস্ত্র চক্রের বিরুদ্ধে লড়াই করার জন্য সাঁজোয়া যান মোতায়েন করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর অভিযান নিশ্চিত করতে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
সূত্র : ডন, দ্যা এক্সপ্রেস ট্রিবিউন