বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
কুমিল্লা সিটির ২নং ওয়ার্ড কাউন্সিলর শিপনকে শোকজ
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:১২ পিএম |

কুমিল্লা সিটির ২নং ওয়ার্ড কাউন্সিলর শিপনকে শোকজনিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনকে শোকজ করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন কুমিল্লা-৬ এর চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল তাকে এই শোকজ করেন। শোকজে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না- তৎ মর্মে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় ।
শোকজে উল্লেখ করা হয়- ‘আপনাকে (কাউন্সিলর শিপন) জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং ১৫৪ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিসেস আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবরে আপনার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্তে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটির ছায়ালিপি অত্র কমিটির নিকট প্রেরিত হয়। প্রেরিত অভিযোগ অনুযায়ী আপনি বিগত ২২ ডিসেম্বর জুমার দিন মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করেছেন যে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় জনপ্রতিনিধি হিসাবে আপনার মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ও টিসিবি কার্ড পেয়েছেন তাদেরকে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে এবং তাদেরকে উক্ত তারিখ সন্ধ্যা ৬ টায় মালেকা মমতাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, অন্যথায় তাদের কার্ডগুলো কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হবে। একজন ওয়ার্ড কাউন্সিলর হিসাবে মসজিদ ও মসজিদের মাইক ব্যবহার পূর্বক আপনার অনুরূপ ঘোষণা, বক্তব্য ও নির্দেশনা সরকারি পদবী ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ করতঃ নির্দিষ্ট প্রার্থীর পক্ষে নির্দিষ্ট প্রতীকে ভোট প্রদান করতে অনৈতিকভাবে প্ররোচিত ও প্রভাবিত করার সামিল। আপনার অনুরুপ কার্যকলাপ The Representation of People Order, ১৯৭২ এর আর্টিকেল ৭৩, আর্টিকেল ৭৭ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক)/১১(খ) বিধির স্পষ্ট লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।’
শোকজে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না- তৎ মর্মে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় ।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২