নিহত আব্দুল আলিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামের মরহুম আব্দুস ছালামের ছেলে।
মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাতে দেশটির আব্দালি এলাকায় গাড়ি ও মোটরবাইকের সংঘর্ষে দুই আরোহী আহত ও বাইকচালক নিহত হন।
নিহত আলিমের মামা কুয়েতপ্রবাসী মোহাম্মদ শফিউদ্দিন জানান, আব্দুল আলিমের মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।