শুক্রবার
(২১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেই
টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ইমরুল কায়েসকে বেছে নিয়েছে কুমিল্লা
ভিক্টোরিয়ান্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি
কর্তৃপক্ষ।
নেতৃত্ব দেওয়াটা অবশ্য নতুন নয় কায়েসের কাছে। ২০১৯ বিপিএলে
কুমিল্লার অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তবে
ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে স্মিথ দেশে ফিরে যাওয়ায় নেতৃত্বের
গুরুদায়িত্ব বর্তায় কায়েসের কাঁধে। তার নেতৃত্বে খেলেছিলেন তামিম ইকবালের
মতো তারকা ক্রিকেটাররা।
সেবার ইমরুল কায়েসের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ঢাকা ডায়মাইটসকে হারিয়ে শিরোপা জেতে তারা।
এবার
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে পঞ্চপান্ডবের কেউ না থাকলেও আছেন ফাফ দু প্লেসি,
সুনিল নারিন, মঈন আলীর মতো তারকারা। তাদেরকে নেতৃত্ব দেবেন ইমরুল। আগামী ২২
জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি
হবে ইমরুল কায়েসের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।