মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে লিটন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ এএম |




প্রথম ইনিংসে ২৫ আর দ্বিতীয় ইনিংসে ৭৩—সদ্য সমাপ্ত মিরপুর টেস্টে লিটন দাসের ব্যাটিং পারফরম্যান্স। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ফিফটির সুবাদে ভারতের সামনে ১৪৫ রানের জয়ের লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। এই পুঁজিতে একপর্যায়ে জেগেছিল জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত বাংলাদেশ না জিতলেও র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন লিটন দাস।
দুই ধাপ টপকে উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।
লিটন অবশ্য দ্বাদশ অবস্থানে আগেও একবার ছিলেন। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পর ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠেছিলেন। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে ছিলেন ১৪তম স্থানে।
সাপ্তাহিক ভিত্তিতে হালনাগাদ করা আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও। দ্বিতীয় ইনিংসে ৫টিসহ মোট ৬ উইকেট নেওয়া মিরাজ ৩ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে। আর প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল ২৮ নম্বরে উঠেছেন দুই ধাপ এগিয়ে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের পাশাপাশি ৫ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ৮৪ রান করা এই বাঁহাতি এখন ৬৮ নম্বরে। তবে সাকিব আল হাসান (৩ ধাপ পিছিয়ে ৪০) এবং মুশফিকুর রহিম (১ ধাপ পিছিয়ে ২০) পিছিয়েছেন।
সার্বিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ের সেরা তিনে আছেন মারনাস লাবুশেন, বাবর আজম ও স্টিভেন স্মিথ। বোলারদের মধ্যে প্যাট কামিন্স, জিমি অ্যান্ডারসন এবং কাগিসো রাবাদা। আর অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন ও সাকিব আল হাসান।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২