সময়ের অন্যতম সেরা ফুটবলার আর্লিং হালান্ড খেলতে পারেননি বিশ্বকাপে। তাঁর দেশ নরওয়ে কোয়ালিফাই করতে না পারায় ঘরে বসেই বিশ্বকাপ দেখেছেন হালান্ড। বিশ্বকাপ চলাকালে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও ফর্মটা ধরে রেখেছেন এই তরুণ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেই জোড়া গোল করে ম্যানচেস্টার সিটির জয়ে বড় অবদান রেখেছেন তিনি।
বুধবার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানসিটি। লিডসের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোল পাননি হালান্ড। বিরতির আগ মুহূর্তে রদ্রির গোলে লিড নিয়েছিল সিটি। ৫১তম মিনিটে জ্যাক গ্রিলিশের অ্যাসিস্টে গোল করেন হালান্ড, ম্যানসিটি এগিয়ে যায় ২-০ গোলে। ৬৪তম মিনিটে বক্সে গ্রিলিশের সঙ্গে ওয়ান-টু খেলে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২০ গোল হয়ে গেছে তাঁর। প্রিমিয়ার লিগে কম ম্যাচে ২০ গোল করা ফুটবলার এখন তিনিই।
ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান কমায় লিডস। কর্নার থেকে ভেসে আসা বলে হেড দিয়ে গোলটি করেন ডাচ ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক। বাকি সময়ে আর গোল না হওয়ায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।