মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
উইলিয়ামসনের ডাবলে কর্তৃত্ব হারাল পাকিস্তান
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ এএম |

 উইলিয়ামসনের ডাবলে কর্তৃত্ব হারাল পাকিস্তান
পাকিস্তান ‘অঘটন’ ঘটানো দল। ওই অঘটন ঘটলেই কেবল করাচি টেস্টে তাদের পরাজয় সম্ভব। নয়তো কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড কর্তৃত্ব নিজেদের কাছে রাখলেও ড্র লেখা হয়ে গেছে সিরিজের প্রথম টেস্টের ভাগ্যে।
করাচিতে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। বাবর আজমের ১৬১ ও আগা সালমানের ১০৩ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলে স্বাগতিকরা। এছাড়া ৪৮ রানে তৃতীয় এবং ১১০ রানে চতুর্থ উইকেট হারানো দলকে ৮৬ রানের ইনিংস খেলে ভরস দেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ।
জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে কিউইরা। ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম ১৮৩ রান যোগ করেন। কনওয়ে ফিরে যান ৯২ রান করে। তবে ল্যাথাম সেঞ্চুরি করেন। তিনি আউট হন ১১৩ রান করে। এরপর তিনে নামা কেন উইলিয়ামসন হাল করেন। তিনি তৃতীয় দিন শেষে সেঞ্চুরি করে দলকে দুই রানের লিড এনে দেন।
চতুর্থ দিন লেগ স্পিনার ইশ শোধিকে নিয়ে উইলিয়ামসন ব্যাটিং চালিয়ে যান। তাদের জুটি থামে ১৫৯ রানে। শোধি ফিরে যাওয়ার আগে ৬৫ রানের ইনিংস খেলেন। কেন ২০০ রান পূর্ণ করলে ৯ উইকেটে ৬১২ রান তুলে ইনিংস ঘোষণা করেন সাউদি। ব্ল্যাক ক্যাপসরা পায় ১৭৪ রানের লিড।  
জবাব দিতে নেমে শেষ বেলায় ৭৭ রান তুলে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১৭ রান করে ফিরে গেছেন। শান মাসুদ আউট হয়েছেন ১০ রান করে। তবে ওপেনার ইমাম উল ৪৫ রান তুলে দিন শেষ করেছেন। তার সঙ্গে নাইটওয়াটম্যাচের ভূমিকা পালন করেছেন নওমান আলী।
পঞ্চম দিনের দুই সেশনের মধ্যে পাকিস্তানকে অলআউট করতে পারলে নিউজিল্যান্ড করাচি টেস্টে জয়ের আশা করতে পারে। কারণ প্রথম সেশনে পিছিয়ে থাকা ৯৭ রান শোধ করতেই চলে যাবে পাকিস্তানের। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক টিম সাউদি তিন উইকেট নেন। দুটি করে উইকেট নেন আইজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েল ও ইশ শোধি। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ পাঁচটি ও নওমান আলী তিন উইকেট নিয়েছেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২