বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
তিতাসের ৬ ইউপি চেয়ারম্যানকে অপসারণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৬ এএম |


দায়িত্ব পেলেন প্রশাসন কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান 
তিতাস প্রতিনিধি ঃ কুমিল্লার তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানদের অপসারণ করে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন কর্মকর্তা ও  প্যানেল চেয়ারম্যানদের।  অপসারিত চেয়ারম্যানগণ হলেন,২ নং জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, ৩নং বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,৬নং ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মো.বাবুল আহমেদ, ৮নং জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ ও ৯নং মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম। এসকল ইউনিয়নে দায়িত্ব প্রাপ্তরা হলেন,৬নং ভিটিকান্দি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সুমাইয়া মমিন, ৩নং বলরামপুর, ৮নং জিয়ারকান্দি ও ৯নং মজিদপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  আশিক উর রহমান। ২নং জগতপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান -১ হানু আক্তার ও ৪ নং কড়িকান্দি ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান -১ নার্গিস আক্তার।
কুমিল্লা জেলা প্রাশসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা সুত্রে জানা যায় স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা এর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা এর ১৯.৮.২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারীকৃত পরিপত্র এবং বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ মহোদয়ের কার্যালয়ের ০৯.০৯.২০২৪ তারিখের ০৫.৪২.০০০০.০৪১.০২.০১০.২১.৬০৪ নম্বর স্মারকে প্রদত্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী  অফিসারগণ কতৃক প্রেরিত তথ্যাদির আলোকে বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণেরন ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিতি তে জনসেবাসহ সার্বিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এ জেলার সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিষদেসমুহের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যানগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন,তিতাস উপজেলায় ৯ টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে চেয়ারম্যান পদে প্রশাসন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ২ টিতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। বাকী ৩ টি ১নং সাতানী ইউনিয়ন, ৫ নং কলাকান্দি ইউনিয়ন ও ৭নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদে পূর্বের চেয়ারম্যানগণই দায়িত্ব পালন করবে। 
২নং জগতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হানু আক্তার বলেন, আমি ১৫ বছর যাবৎ  ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছি।  আজ সরকার আমাকে জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি জগতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চাই,আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২