কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার ৮শ’ কৃষকের মধ্যে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। গত মঙ্গলবার উপজেলা মাল্টিপারপাস হল মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উক্ত প্রনোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোনায়েদ কবির খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেসবাহ্ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্তাকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণ অংশের ৯টি ওয়ার্ড ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, চৌয়ারা, বারপাড়া, গলিয়ারা উত্তর, গলিয়ারা দক্ষিণ, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে এ প্রনোদনা প্রদান করা হয়। এসময় প্রত্যেক কৃষককে আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও নগদ ১ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।