নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেজাউল
করিম (৪০) এবার চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার দিবাগত মধ্য রাতে
সেনাবাহিনী ও থানা পুলিশের একটি যৌথদল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে
গ্রেফতার করে। রেজাউল জেলার সদর দক্ষিণ উপজেলার শামবক্সি (বল্লভপুর)
গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। রোববার বিকালে তাকে আদালতে সোপর্দ করার পর
জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর
দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া ।
পুলিশ জানায়, রেজাউল
পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলা ছাত্রলীগ নেতা
দেলোয়ার হোসেন হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষণ,
ডাকাতিসহ ৩০টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৬ নভেম্বর কুমিল্লা নগরীর ২৬ নম্বর
ওয়ার্ডের শামবক্সি সন্ত্রাসী রেজাউল ও তার সহযোগীরা ছাত্রলীগ নেতা দেলোয়ার
হোসেনকে মাথায় গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার পর দীর্ঘ দিন সে ভারতে
পালিয়ে ছিল। ২০২১ সালের ১৮ জুন রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের
গোলাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির একটি টহল দল তাকে
অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করে। এর পর থেকে সে কুমিল্লা কারাগারে ছিল।
স্থানীয়রা বলেন, সম্প্রতি সন্ত্রাসী রেজাউল জামিনে কারাগার থেকে বের হয়ে
এলাকায় এসে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে
দায়ের হওয়া মামলার বাদীদের হুমকী দিয়ে আসছিল। এদের মধ্যে সদর দক্ষিণ
উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আজাদ হোসেন নামের এক ব্রিক
ফিল্ড মালিকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ প্রাণ নাশের হুমকী দেয়।
সদর
দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, জামিনে বের হয়ে সন্ত্রাসী
রেজাউল ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আজাদ হোসেন নামের এক ব্যক্তি থানায়
মামলা করে। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে (রেজাউল) গ্রেফতার করে জেল হাজতে
পাঠানো হয়েছে।