শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ ৮৩ শতাংশ শেষ
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৪ এএম |



কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসাণের কাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
রোববার (১ সেপ্টেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান। এ সময় তিনি চলমান প্রকল্পের টার্মিনাল বিল্ডিং, সমুদ্রগর্ভে রানওয়ে এক্সটেনশন প্রজেক্ট, সম্প্রসারিত এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোনসহ অন্যান্য প্রকল্পসমূহ পরিদর্শন করেন। টার্মিনাল বিল্ডিংয়ের কাজ ইতোমধ্যে ৯৩ শতাংশ শেষ হয়েছে এবং বাকি কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে উল্লেখ করে মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বর্তমানে ৯ হাজার ফিট রানওয়ে প্রস্তুত আছে। আরও ১ হাজার ৭০০ ফিট রানওয়ে করা হয়েছে। সর্বমোট ১০ হাজার ৭০০ ফিট রানওয়ে হয়েছে। এছাড়া এই রানওয়েকে আন্তর্জাতিকভাবে ঘোষণা দিতে যে সব জটিলতা এখনো বিদ্যমান, দ্রুততম সময়ের মধ্যে সে সব জটিলতা কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো বলে আশাবাদ ব্যক্ত করেন বেবিচক চেয়ারম্যান।
৩১ আগস্ট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান। এ সময় তিনি চলমান প্রকল্পের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এক্সপানশন ফেজ-১, ফেরিফেরাল সিকিউরিটি বাউন্ডারি ওয়াল, পিএএলএস রোড এরিয়াসহ বিমানবন্দরের অন্যান্য স্থানসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি উন্নতমানের যাত্রীসেবা প্রদান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে বেবিচক চেয়ারম্যান উক্ত বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২