শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পুলিশ প্রশাসনকে সাজাতে হবে-মির্জা ফখরুল
ইমরান হোসেন সোহান
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৮ এএম |


আমরা এখন মুক্ত বাংলাদেশে আছি। আমরা বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে এসেছি, এখন মন্ত্রীরা কোথায় সব? শেখ হাসিনা ও আওয়ামীলীগ পালিয়েছে। আমরা কি পালিয়েছি? বেগম জিয়া কি পালিয়েছে? আপনাদের নেতারা কি কেউ পালিয়েছে? পালায়নি। তারা আমাদের নেতাকর্মী ও ছাত্রদের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আবারো ফিরে আসার চেষ্টা করবে। আপনারা ১৬ বছর ধরে অত্যাচারের শিকার হয়েছেন, আমাদের প্রায় ৭শ’ মানুষকে গুম করেছে, লাকসামের হিরু হুময়ুনকেও তারা গুম করেছে। আমাদের প্রায় ১হাজার লোককে গুলি করে হত্যা করেছে। সর্বশেষ তারা রাস্তার মধ্যে পাখির মত ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। এদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, তবে স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে। 
শনিবার কুমিল্লার নাঙ্গলকোটে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ও তাদেরকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাঙ্গলকোট সফর করেন। এ উপলক্ষে বিকেলে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল তার বক্তব্যে আরো বলেন, এ অঞ্চলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। যেই ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, তারা যেন আবার ফিরে আসতে না পারে। ড. মোহাম্মদ ইউনূস এর সরকারকে আমরা সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দল গুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। অনেকেই মনে করছে দেশ স্বাধীন হয়েগেছে, যাই খুশি তাই করা যাবে, আমরা এমন করলে স্বাধীনতা থাকবে না, তারা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে, আমাদের উপর অত্যাচার নির্যাতন করবে। আমরা বর্তমান সরকারকে ৩১ দফা দিয়েছি। এখন যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় দেশ চলে না। দেশের অর্থনীতি ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পুলিশ প্রশাসনকে সাজাতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ইলেকশন কমিশনকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এ বিষয় গুলো করতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিএনপিকে সকল মানুষের কাছে নিয়ে যাবো, আমাদেরকে কেউ যেন খারাপ না বলতে পারে।  একটা কথা পরিষ্কার বলে দিতে চাই কোন চাঁদাবাজি, দখলবাজি চলবে না, যারা এমন করবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করবেন, তারা আমাদের দল ও দেশকে নষ্ট করতে চায়। আমি প্রশাসনকে বলবো যারা এইরকম করবে তাদেরকে গ্রেফতার করেন, আমরা সহযোগিতা করব। আপনাদের কাছে এ ওয়াদা চাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একতা থাকবেন, আমরা সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। নিজেদের মধ্যে অশান্তি করবেন না, মানুষকে ভালবাসা দিলে আপনারা অনেক দিন টিকে থাকবেন। আমরা বন্যার্ত মানুষের পাশে আছি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহবায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় বিএনপি'র শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম চৈতি কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া প্রমুখ।
জনসভায় বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা শেষে বিএনপি দু’ গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সংবাদকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জনসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাঙ্গলকোট উপজেলার বন্যার্ত দুই হাজার পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২