কুমিল্লার বুড়িচং
উপজেলার পয়াত গ্রামে চলমান বন্যায় অসহায় মানুষদের মাঝে ত্রাণ খাদ্য
সামগ্রী বিতরণের জন্য আসে। ওই ত্রাণ ও খাদ্য সামগ্রী সমভাবে সকল দুর্গত
মানুষের মাঝে বিতরণের জন্য পয়াত মধ্য পাড়ার মোহাম্মদ আলী উদ্যোগ গ্রহণ
করেন। কিন্তু উক্ত ত্রাণ সামগ্রী কতিপয় উশৃংখল লোকজন নিয়ে যেতে চাইলে তাতে
বাঁধা দিলে তার উপর হামলা চালানো হয়। এতে মোহাম্মদ আলী গুরুতর আহত হয়ে
বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৫ আগস্ট এ ঘটনা
ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সায়েম, মনির, মামুনসহ ৭ জনের নাম উল্লেখ
করে কুমিল্লার আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা
হয় সুষ্ঠুভাবে বন্টনের জন্য রাখা ত্রাণসামগ্রী অভিযুক্ত নিয়ে যেতে চাইলে
মোহাম্মদ আলী তাদের বাঁধা প্রদান করেন। এসময় তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে
অতর্কিত হামলা চালায়। এতে মোহাম্মদ আহত হন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার
সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল
হাসানাত বলেন, এটা গত ২৫ তারিখের ঘটনা। এখনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে
ব্যবস্থা গ্রহণ করা হবে