সাম্প্রতিক
সময়ে গোমতী নদীর পাড় ভেঙে ভয়াবহ বন্যায় আক্রান্ত বুড়িচং উপজেলার
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও স্বেচ্ছাসেবী
সংগঠন। তারি ধারাবাহিকতায় শুরু থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আলোকিত
যুব উন্নয়ন সংস্থা।
২৮ আগষ্ট, বুধবার সকালে উপজেলার পালট্টি রাজাপুর
থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে আলোকিত যুব উন্নয়ন সংস্থা। এসময়
উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মহিলা
বিষয়ক সম্পাদিকা মোসা: সেলিনা আক্তার, মোঃ জুনাইদ ইসলাম আসিফ, মোঃ
আলাউদ্দিন, আলী আকবর, জেসমিন আক্তার সহ আরো অনেকে। সংগঠনের পক্ষ থেকে ঐদিন
পালট্টি রাজাপুর, ছয়গ্রাম, শংকুচাইল, পাচোড়া, চড়ানল ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন(জয়া), ঔষধ,
খেজুর, মুড়ি, মোমবাতি,গ্যাস লাইট, বিস্কুট। এদিকে দুপুরে ফকির বাজার থেকে
জিকরুল্লাহ ইসলামীয়া কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ
করা হয়। পূর্বের ন্যায় উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান
অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বন্যার্তদের সহযোগিতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও
গুরুত্বপূর্ণ স্থানে মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। গোমতী নদীর
পানি কমতে শুরু করেছে। তবে, পানি কমলেও বন্যাকবলিত এলাকাগুলো দুর্ভোগে
দিন কাটাচ্ছে। সরকারিভাবে আশ্রয়কেন্দ্র চালু করা হলেও অধিকাংশ মানুষ
পানিবন্দি অবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করছেন। পানিবন্দি মানুষের মধ্যে
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপশি আলোকিত যুব
উন্নয়ন সংস্থা গত ২২ আগষ্ট থেকে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত
রেখেছেন। গতকাল পর্যাপ্ত বন্যার্ত শত শত পরিবারকে উক্ত সংগঠনের পক্ষ থেকে
ত্রাণ বিতরণ করা হয়েছে। বেশ কিছু ব্যক্তি ও পরিবারকে উদ্ধার কাজেও অংশ
নিয়েছেন তারা।