শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০ ভাদ্র ১৪৩১
৩শ’ পরিবারের মাঝে মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের ত্রাণসামগ্রী বিতরণ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২:২৫ এএম |

 

বন্যা কবলিত কুমিল্লার বুড়িচং ও ফেনীতে তিনশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম। পিকাপ নিয়ে বুড়িচং উপজেলার বুরবুরিয়া ও ফেনীর লাল মিয়া রোডের নতুন বাজার এলাকায় গত রবিবার ও সোমবার আনুষ্ঠানিক ভাবে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রিয় সভাপতি ও কাতলাসেন কাদরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজী, সংগঠনের মহাসচিব ও দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন সরকার, সংগঠনের যুগ্ন মহাসচিব ও আল মোস্তাফিজ ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান সরকার ইকবাল নবিয়াবাদী, সংগঠনের যুগ্ন মহাসচিব ও চান্দেরচর আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম, সংগঠনের যুগ্ম মহাসচিব ও শ্রীচাইল মোহাম্মদী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম খান ও জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের মহাসচিব মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ন মহাসচিব ও আল মোস্তাফিজ ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান সরকার ইকবাল নবিয়াবাদী বলেন, আমরা খাদ্যদ্রব্য নিয়ে মাত্র তিনশত বন্যার্ত পরিবারের পাশে দাড়িয়েছি। যা সামন্য নগন্য ও ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের সংগঠনের পক্ষ থেকে আরো খাদ্যদ্রব্য বিতরণ করার পরিকল্পনা রয়েছে। বন্যা কবলিত মানুষদের রক্ষার্থে আমরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।













সর্বশেষ সংবাদ
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন
চান্দিনায় হামলার শিকার আহত যুবকের মৃত্যু
মহাসড়কের তীব্র যানজট; দুর্ভোগ
তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লায় ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী একজন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২