মঙ্গলবার ১৭ জুন ২০২৫
৩ আষাঢ় ১৪৩২
ইতিহাস গড়া এক জয়বাংলাদেশের
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম |


পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবেন? রাওয়ালপিন্ডি টেস্টেরআগেআলোচনটাএমনইছিল। সেটাহওয়ারকারণওছিল। বাংলাদেশেরবিপক্ষে টেস্টের স্কোয়াডে ৬ পেসার, এরপররাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীনএকাদশে ৪ পেসার নিয়ে খেলতেনামলপাকিস্তান। সেইরাওয়ালপিন্ডিতেপাকিস্তানের পেসাররাহয়েরইলেন দর্শক!
পাকিস্তানেরব্যাটসম্যানরারান কম করেননি। তবে সেটারজবাবেবাংলাদেশেরব্যাটসম্যানেরাওগড়লেনরানপাহাড়, তারপরদ্বিতীয়ইনিংসেস্পিনাররানিলেনএকের পর এক উইকেট। এমনব্যাটিং স্বর্গে পেসাররাওখারাপকরেননি। দলীয়পারফরম্যান্সেরএমন দারুণসমন্বয়েইরাওয়ালপিন্ডিতেবাংলাদেশ পেয়েছে ১০ উইকেটেরঐতিহাসিক এক জয়।
বাংলাদেশেরজিততেদ্বিতীয়ইনিংসেপ্রয়োজনছিলমাত্র ৩০ রান। সেই লক্ষ্যে হেসে খেলেই পৌঁছে গেছেনবাংলাদেশের দুইওপেনার। টেস্টে পাকিস্তানেরবিপক্ষে এটিবাংলাদেশেরপ্রথমজয়, পাকিস্তানেরমাটিতেওপ্রথম। বিদেশেরমাটিতে সব মিলিয়েবাংলাদেশেরসপ্তমজয়এটি।
সব সংস্করণমিলিয়ে এর আগেপাকিস্তানেরমাটিতেবাংলাদেশ ২০ ম্যাচ খেলে হেরেছিল ২০টিতেই। সবদিক থেকেই এই টেস্ট জয়টিঅনন্য এক কীর্তি। এর সঙ্গে যোগহয়েছে টেস্টে প্রথমবার ১০ উইকেটেরজয়েরমাহাত্ম্যও।
দেশেরবর্তমানবাস্তবতাএবংসাম্প্রতিকপারফরম্যান্সেরকারণেপাকিস্তানসফরেরআগে এই দলটাইছিলএকেবারেআলোচনারবাইরে। অথচ সেই দলটাইপাকিস্তানেরমাটিতেপাকিস্তানেরপূর্ণ শক্তির দলকে হেসেখেলেহারাল।
সেটাও কোনোবিশেষ নৈপুণ্যে নয়। পুরোপুরি দলীয়পারফরম্যান্সে। প্রথমইনিংসেরকথাইধরুন। টেস্টেরপ্রথমদিনেরাওয়ালপিন্ডির ভেজাউইকেটেরসুবিধানিয়ে ১৬ রানেই ৩ উইকেট ফেলে দিয়েছিলেন পেসাররা। ব্যাটসম্যানেরামাঝের দুইদিনেভালোকন্ডিশনেরসুযোগনিয়েছেন। এরপর শেষদিনে ভেঙেযাওয়াউইকেটেরসুবিধাটানিলেনসাকিব-মিরাজরা।
বাংলাদেশেরফিল্ডিংভুলে গেলেওচলবেনা। উদাহরণহিসেবেলিটন দাসকেনিতেপারেন। বাবরআজমেরএকটিক্যাচমিসকরারপরওপুরোম্যাচে দুর্দান্তফিল্ডিংকরেছেনলিটন। দুইইনিংসমিলিয়ে ৬টি ডিসমিসালের সঙ্গে জড়িতছিলেন এই উইকেটকিপারব্যাটসম্যান। অবশ্য পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজই ছিলঅসাধারণ। দলের সবাইযখননিজেরকাজটাকরে, জয় তোআসবেই।
সর্বশেষ তিনবছরেদ্বিতীয়ইনিংসেবাংলাদেশরে বোলারদের গড় সবচেয়েভালো। ২২ গড়ে উইকেট নিয়েছেনবাংলাদেশের বোলাররা, যা এই সময়েসর্বনি¤œ। আজরাওয়ালপিন্ডিতেএমন গড় বা এর চেয়েভালোকিছুকরারপ্রয়োজনছিলবাংলাদেশের। বাংলাদেশের বোলাররাভালোটাইকরেছেন।
দ্বিতীয়ইনিংসে ১ উইকেটে ২৩ রানতুলেরাওয়ালপিন্ডি টেস্টেরচতুর্থ দিনটা শেষ করেছিলপাকিস্তান। বাংলাদেশকেআবারওব্যাটকরাতে ৯৪ রান দরকারছিল দলটির। উইকেটে ছিলেনআবদুল্লাহশফিক ও শানমাসুদ। দিনেরদ্বিতীয়ওভারেইপাকিস্তানঅধিনায়কশানমাসুদকে লিটন দাসেরক্যাচেপরিণতকরেনহাসানমাহমুদ।
তবেমাসুদেরক্যাচ নেওয়ালিটনইপরেরওভারেশরীফুলেরবলেবাবরআজমেরক্যাচ ছেড়েছিলেন। প্রথমইনিংসেশূন্য রানেআউটহওয়াবাবর বেঁচে গেছেন‘পেয়ার’পাওয়া থেকে। টেস্ট ক্রিকেটে দেড় বছরেরও বেশিহাফ সেঞ্চুরিহীনবাবরঅবশ্য দ্বিতীয়জীবনকে খুব একটাকাজেলাগাতেপারেননি।
২২ রানেনাহিদ রানারকরাঘণ্টায় ১৪৬.৪ কিলোমিটারগতিরবলেড্রাইভ খেলতেগিয়েইনসাইড এজ হয়ে বোল্ডহন। এরপরপাকিস্তানেরভরসাছিল সৌদ শাকিল। কীমনেকরে যেনপরেরওভারেইসাকিবেরবলেক্রিজ ছেড়ে বেড়িয়েশট খেলতেচাইলেনশাকিল। ফলাফল স্টাম্পডহয়েছেনপ্রথমইনিংসে ১৪১ রানকরাশাকিল।টেস্ট ক্যারিয়ারেযাতারক্যারিয়ারেপ্রথমশূন্য।
৬৭ রানে ৪ উইকেট হারানোপাকিস্তানএরপরপাল্টাআক্রমণের পথ বেছে নেয়। শফিককে সঙ্গে নিয়েরিজওয়ানগড়েন ৩৬ বলে ৩৭ রানেরজুটি। রিজওয়ানইছিলেনআক্রমণের নেতৃত্বে, শফিক খেলছিলেন দেখেশুনে। তবেসাকিবকেউড়িয়েমারতেগিয়েব্যাকওয়ার্ড পয়েন্টে সাদমানেরহাতেক্যাচ দেন এই ওপেনার। পরেরওভারেইমিরাজ ফেরানসালমানআলীআগাকে।
এরপররিজওয়ানএকলালড়াইচালিয়েযান। তুলে নেন ফিফটি। তবে সেইফিফটিবাংলাদেশেরসামনে শঙ্কার কারণহতেপারেনি। মিরাজেরবলে ৫১ রানকরে বোল্ডহনরিজওয়ান। এরপর শেষ উইকেট যাওয়াছিলসময়েরঅপেক্ষা। সেটাইহয়েছে। এলবিডব্লুরফাঁদে ফেলেপাকিস্তানের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আলীকে ফেরানমিরাজ। ১৪৬ রানেইঅলআউট হয় পাকিস্তান, যা টেস্টে বাংলাদেশেরবিপক্ষে সর্বনি¤œ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান : ৪৪৮/৬ ডি. ও ১৪৬ (রিজওয়ান ৫১, শফিক ৩৭, বাবর ২২, মাসুদ ১৪; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)।
বাংলাদেশ: ৫৬৫ ও ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুররহিম।
সিরিজ: দুইম্যাচসিরিজেবাংলাদেশ ১-০ ব্যবধানেএগিয়ে।













সর্বশেষ সংবাদ
চোখ উপড়ে ফেলায় সাবেক এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানেবিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
দাউদকান্দি পৌরসভায় ৫নং ও ৬নং ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা
একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
ডাকসু ভোট: ১০ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তার
কীট সংকটে হচ্ছে না শনাক্ত, উপসর্গ নিয়ে ঘুরছে মানুষ
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২