বিনয়
সাহিত্য সংসদের উদ্যোগে গতকাল বুড়িচং উপজেলার জগৎপুর ও সাদকপুর এলাকায়
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন
বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব,
সদস্য অচিন্ত্য দাস টিটু, মো. ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বুড়িচং
উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের জগৎপুর ও সাদকপুর এলাকায় বন্যার পানি
বেড়েছে এবং একইসাথে বন্যার্তদের দুর্ভোগ বেড়েছে - এমন সংবাদের ভিত্তিতে
কুমিল্লার ঐতিহ্যবাহী সাহিত্যচর্চা ও সমাজসেবা সংগঠন দ্রুত ঘটনাস্থলে ত্রাণ
পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করে।
ত্রাণ সামগ্রী ক্রয় ক্ষেত্রে সহযোগিতা
করেছেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক ডা মোসলেহ উদ্দিন আহমেদ,
উপদেষ্টা নীতিশ সাহা, ইস্টার্ণ মেডিকেল কলেজের পরিচালক ড. শাহ মো. সেলিম,
সাংবাদিক আতাউর রহমান রানা ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর।