শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
২৯ ভাদ্র ১৪৩১
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ২:১৩ এএম |




চৌদ্দগ্রাম প্রতিনিধি: ফেনীর বন্যার পানি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে ¯্রােত বয়ে যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ যানজটের কারণে মহাসড়কের ৪২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী এবং ত্রাণবাহিত বিভিন্ন গাড়ি। 
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ফেনীর লালপুল এলাকা দিয়ে ভারতের উজানের পানির ¯্রােত বয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা গাড়িগুলো আটকা পড়ে। ফেনীর যানজটের কারণে চৌদ্দগ্রামের বাবুচি এলাকা পর্যন্ত এ যানজট দেখা গেছে। 
কথা হয় কাভার্ডভ্যান চালক এয়াছিন আরাফাতের সাথে। তিনি বলেন, ভোর ৫টায় গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস্ পণ্য নিয়ে রওয়ানা করি। বিকেল সাড়ে ৫টা হয়ে গেল এখনো চৌদ্দগ্রামে এসে পৌছেছি। মহাসড়কে যদি যানজট না থাকতো তাহলে বেলা ২টার মধ্যে আমি চট্টগ্রাম পৌছে যেতে পারতাম। 
আরেক কাভার্ডভ্যান চালক খোরশেদ আলম বলেন, সকাল ৮টা নারায়নগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পণ্য নিয়ে রওয়ানা করি। এখনো চৌদ্দগ্রাম পার হতে পারিনি। 
যানজটে আটকা পড়া স্পীডবোট বাহিত ট্রাক চালক আবুল কাশেম বলেন, ‘বন্যা দুর্গতদের জন্য এ স্পীডবোটটি নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছি সকাল ৮টায়। যানজট না থাকলে দুপুরের আগেই ফেনী পৌছে যেতাম। কিন্তুসন্ধ্যা ৬টা বেজে যাচ্ছে এখনো চৌদ্দগ্রাম পার হতে পারিনি। কখন পৌছাতে পারবো তাও জানি না। 
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম বলেন, ‘ফেনীর লালপুল এলাকায় মহাসড়কের উপর দিয়ে পানির ¯্রােত বয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সে কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। পানির ¯্রােত কমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন’। 














সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলরসরকার মাহমুদ জাবেদকে বরখাস্ত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
বার্ড-এ স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে বরখাস্ত
কুমিল্লায় সেনানিবাস এলাকায় অস্ত্রবাজি।। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা
ফেনী, কুমিল্লাসহ চট্টগ্রাম অঞ্চলে ৩ দিনের মধ্যে বন্যার শঙ্কা
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১
১৯ বছর শেষে লাকসাম থেকে বিদায় নিলো ওয়ার্ল্ড ভিশন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২