ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী
বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতেই পারে। যারা ধর্মের ভিত্তিতে
রাজনীতি করতে চায় তারা করতে পারে। কিন্তু যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে
রাজনীতি করে সেগুলোকে বন্ধ করার কথা উঠেছে। তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে
ইসলামীর ভূমিকা ছিলো দেশদ্রোহীতামূলক এবং তারা এই ভূমিকা থেকে কখনো সরে
আসেনি এখনো তাদের ভূমিকা দেশদ্রোহীতামূলক। তিনি আজ বুধবার দুপুরে
ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল
যেদল থেকে সবচেয়ে বেশী যুদ্ধাপরাধীদের সাজা হয়েছে। তাই জামায়াতে ইসলামীকে
নিষিদ্ধ করার প্রচেষ্টা যথার্থ।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
জেলা প্রশাসন ও জেলা মৎসা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সফল মৎস চাষীদের
পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও
গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মোঃ
হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত
হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য
কর্মকর্তা মোঃ আলমগীর কবির। আলোচনা সভা শেষে সফল ৩ জন মৎস্য চাষীকে
পুরস্কার প্রদান করা হয়। পরে তিতাস নদীর কুরুলিয়া খালে ভিন্ন প্রজাতির মাছ
অবমুক্ত করেন মন্ত্রী। এর আগে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য,
জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে ২০২৩-২০২৪ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া জেলায়
নদী, খাল, বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয় মিলিয়ে ৭২ হাজার ৮৬৩ মেট্রিক টন মাছ
উৎপাদন হয়েছে। যা জেলায় চাহিদা অনুযায়ী সক্ষম। এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে
আখাউড়া স্থলবন্দর দিয়ে জেলায় উৎপাদিত ১৯০ কোটি টাকার মাছ ভারতে রফতানি করা
হয়েছে।