আলমগীর হোসেন, দাউদকান্দি।।
"ভরবো
মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'’- এই প্রতিপাদ্য নিয়ে
দাউদকান্দিতে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বাংলাদেশ
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১
(দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর।
বুধবার সকালে এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র্যালী, বৃক্ষরোপণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায়
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: সাবিনা ইয়াসমিন
চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড.
আব্দুল মান্নান জয়, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ
টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন
শিকদার, উপজেলা মৎস্যলীগ সভাপতি চেয়ারম্যান লোকমান হোসেন।
র্যালী ও
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্ন সাধারণ সম্পাদক
বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের
সহসভাপতি চেয়ারম্যান আলমগীর মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস
সুমন সরকার, জেলা শ্রমিকলীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।