‘ভরবো মাছে
মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে কুমিল্লার লালমাইয়ে জাতীয়
মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের
উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের
হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান শাহিন।
বিশেষ
অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস
চেয়ারম্যান মাহমুদা আক্তার, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান
কবির, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন দুলাল, বেলঘর উত্তর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান মজিবুর রহমান, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার
সাইফুল্লাহ রুবাই, উপজেলা আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের
রনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, উপজেলা যুবলীগ
নেতা প্রভাষক আমান উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান। শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।