মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১
নবগঠিত মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১:৩০ এএম |

  নবগঠিত মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল মাহমুদ ফাহাদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাছানের নেতৃত্বে মঙ্গলবার উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি এর পিতা ও মাতার কবর জিয়ারত করেন। পরে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মরহুম শহিদ উল্লাহ খান সবুজের কবরও তারা জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ১১টি ইউনিয়ন ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিকাল ৪টায় মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের উপজেলা কার্যালয় থেকে বের হয়ে ক্রমান্বয়ে এ কর্মসূচি গুলো পালন করা হয়।
কর্মসূচি পালন শেষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান -মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটিতে আমাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা মাননীয় এলজিআরডি মন্ত্রী ও আমাদের রাজনৈতিক অভিভাবক মো.তাজুল ইসলাম এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় ও কুমিল্লা দক্ষিণ জেলা নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তারা বলেন-জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের যে কোন কর্মসূচি বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ -মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগকে একটি মডেল সাংগঠনিক উপজেলা হিসাবে গড়তে বদ্ধ পরিকর। পরে তারা আগামী দিনে পথচলার ক্ষেত্রে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।













সর্বশেষ সংবাদ
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
সারা দেশে গ্রেপ্তার ৩৪৩ জন, অস্ত্র উদ্ধার
চান্দিনায় ভোটার হালনাগাদে ‘ফরম’ সংকট
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ডাকাত দলের তিন মিনিটের মিশন
‘চিহ্নিত আইনজীবীদের’ আদালতে প্রবেশ ঠেকাতে ছাত্র-জনতার অবস্থান
‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে গ্রেপ্তার ১৩০৮
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২